মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি জিএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা প্রতিরোধে বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, নৌ পুলিশ ইনচার্জ এজাজ আহমদ, ভবেরচর পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম, ইমামপুর ইউপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খান জিতু, টেঙ্গারচর ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ফরাজী, গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গন।