জন্ম ও মৃত্যুনিবন্ধনের নতুন আবেদন ও সংশোধন করতে এসে প্রতিদিন ভোগান্তিতে পড়তে হয় সকল শ্রেণি ও পেশার মানুষদের। আগে সরাসরি জন্ম ও মৃত্যুনিবন্ধন করা হতো। ২০১০ সাল থেকে জন্ম ও মৃত্যুনিবন্ধনের কাজ অনলাইনে হচ্ছে। দিনে গড়ে ২০ হাজার জন্মনিবন্ধন হয়। মৃত্যুনিবন্ধন অনেক কম হয়। কয়েক মিনিটের এই কাজটির জন্য মাসের পর মাস ধরনা দিতে হচ্ছে স্থানীয় সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে। জন্মসনদ পেতে তিন-চার মাস পর্যন্ত লেগে যায়। সনদ পাওয়ার পর দেখা যায় তাতে অনেক ভুল। সেই ভুল সংশোধন করতে গেলে নতুন করে বিড়ম্বনায় পড়তে হয়। সার্ভার জটিলতায় সনদ তো পরের কথা, আবেদনটাই করতে পারছেন না অনেকে। এমন জনভোগান্তির মধ্য দিয়েও আমাদের দেশে পালিত হয় জাতীয় জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস। জন্মনিবন্ধন সনদের জন্য আবেদন করার শর্তে জটিলতা তোহ রয়েছেই, আরও রয়েছে সনদ প্রদানে দীর্ঘসূত্রতা। সরকারি ফির বাইরেও নেওয়া হচ্ছে অতিরিক্ত অর্থ। এছাড়াও জন্ম ও মৃত্যুনিবন্ধন কার্যালয়ের জনবল সংকট, ইন্টারনেটের ধীরগতি ও কেন্দ্রীয় সার্ভারে নানা জটিলতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন সেবাপ্রার্থীরা। এমনকি জন্মনিবন্ধন উত্তোলন ও সংশোধনকে কেন্দ্র করে গড়ে উঠেছে দালালচক্র। জনবল সংকট, অদক্ষ জনবল, দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য, ত্রুটিপূর্ণ প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেটের ধীরগতি, কেন্দ্রীয় সার্ভারে ত্রুটি, সেবাদানকারীর দুর্ববহার, তথ্য প্রদানে অনীহা এবং নাগরিকদের সচেতনতার অভাবে সারাদেশের ‘জন্মনিবন্ধন সনদ’ কার্যক্রম দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্ভোগ লাগবে সরকারের পক্ষ থেকেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। জন্মনিবন্ধন কার্যক্রম সহজ এবং সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বিভাগীয়, সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এবং ইউনিয়ন জন্ম ও মৃত্যুনিবন্ধন টাস্কফোর্স গঠন করা হয়েছিল। তাদের জন্ম ও মৃত্যুনিবন্ধনে সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বলা হয়েছে। কিন্তু এসব টাস্কফোর্স ঠিকমতো কাজ করছে না বলে অভিযোগ রয়েছে।সারাদেশেই জন্মনিবন্ধন তুলতে গিয়ে মানুষকে নাজেহাল হতে হচ্ছে। ভোগান্তির কারণে অনেকেই জন্মসনদ নিতে যাচ্ছেন না। তাই জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তার দ্রুত সমাধান দরকার। কীভাবে জন্মসনদ দেশের জনসংখ্যার চেয়েও বেশি হয়ে যাচ্ছে সে বিষয়ে তদন্ত করে অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।