গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে থানা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলার ৬৮টি দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে নিরাপত্তা বিষয়ক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু বকর মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিংমে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) এস এম আজিজুর রহমান, ওসি (অপারেশন) আনিসুর আশেকীন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাজীব ঘোষ প্রমুখ।