পাবনার সুজানগর উপজেলা পরিবারপরিকল্পনা অফিসের চারদিকে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত ৩/৪দিনের বিরামহীন বর্ষণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সংলিষ্ট সূত্রে জানা যায়, সমভূমি থেকে ওই অফিসটি বেশ নিচু জায়গায় অবস্থিত। তাছাড়া ওই অফিসের আশপাশে পানি নিষ্কাশনের তেমন কোন ব্যবস্থা নেই। ফলে ভারী বৃষ্টি হলেই অফিসে যাতায়াতের রাস্তাসহ চারদিকে চরম জলাবদ্ধাতার সৃষ্টি হয়। এ সময় অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবা গ্রহীতাদের পানি ভেঙে সীমাহীন দুর্ভোগ মাথায় করে অফিসে যাতায়াত করতে হয়। উপজেলার বোনকোলা গ্রামের সেবা গ্রহিতা ছালেহা খাতুন বলেন পরিবারপরিকল্পনা অফিসে যাতায়াতের রাস্তা তলিয়ে গেছে। কিন্তু তবুও পরিবারপরিকল্পনা বিষয়ে পরামর্শের জন্য পানি ভেঙে অফিসে যেতে হলো। অনেক সেবা গ্রহিতাকে আবার জলাবদ্ধতার কারণে অফিসে না গিয়ে বাড়ি ফিরে যেতেও দেখা যায়। উপজেলা পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ দিল আফরোজ বলেন প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ভারী বৃষ্টি হলেই অফিসের চারপাশে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সময় অফিসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হয়। তবে জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়না।