শেরপুরে পানিতে ডুবে আব্রাহীম নামে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটি হলো কুঠুরাকান্দা গ্রামের মো: আজহার আলী (প্রবাসী) ছেলে। জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে ঘরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। বাড়ির সামনে একটি গর্তে আব্রাহীমকে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দেখে শিশুটি মারা গিয়েছে।