নওগাঁর সাপাহারে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয় পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ ওমর আলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ইউপি সদস্যগণ ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান টকি।