শারদীয় দূর্গপুজা উদযাপন উপলক্ষ্যে সিরাজদিখানে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পুজা উদযাপন কমিটির সাথে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজদিখান থানা পুলিশের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন (সিরাজদিখান-টঙ্গিবাড়ি) সার্কেল সহকারি পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত। থানা ওসি মো. মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, শেখরনগর ইউপি চেয়ারম্যান দেব্রবত দাস (টুটুল), রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, বয়রাগাদী ইউপি চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ, লতব্দী ইউপি চেয়ারম্যান ফজলুল হক, বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ উপজেলার ১২৭ টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।