গাজীপুরের কাপাসিয়ায় 'বিশ্ব শিক্ষক দিবস' উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ অক্টোবর বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আমরা যে শিক্ষা গ্রহণ করতে চাই তার জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষক : শিক্ষকের স্বল্পতা কাটানো বৈশ্বিক দাবি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্বব্যাপী শিক্ষকদের সম্মানে একযোগে দিবসটি পালিত হয়েছে।
কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এক বিশাল শোভাযাত্রা বের করে। পরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফাইজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক শামসুল হক, মহিউদ্দিন, মনির হোসেন, বাবুল হোসেন, নুরুল ইসলাম ফরিদ প্রমূখ। এ ছাড়া উপজেলার তাজউদ্দীন আহমেদ সরকারি কলেজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, তারাগন্জ কলেজ, টোক শরীফ মোমতাজ উদ্দীন কলেজ, রেজাউল হক কারিগরি কলেজ, আমরাইদ কারিগরি কলেজ, হাইলজোর উচ্চ বিদ্যালয়, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়, পাবুর উচ্চবিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
এবার সরকারিভাবে বিশ্ব শিক্ষক দিবস পালিত হচ্ছে। সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের নির্দেশ দিয়েছে সরকার।