শেরপুরে একান্ন লাখ টাকা মূল্যের হেরোইনসহ শামীম হোসেন (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যার দিকে শেরপুর সদর উপজেলার জামালপুর-শেরপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে র্যাব-১৪। র্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। কারবারি শামীম হোসেন নওগাঁ জেলার পোরশা উপজেলার খরপা বাজারপাড়া এলাকার ফিরোজ আলীর ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ জামালপুর শেরপুর-জামালপুর মহাসড়কের নন্দীর বাজার তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। অভিযানকালে সিএনজিযোগে ওই যুবক জামালপুর থেকে শেরপুর হয়ে বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিএনজি থামিয়ে তল্লাশি চালালে ৫১০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। যার বাজার মূল্য একান্ন লাখ টাকা। আটক করা হয় হেরোইন বহনকারী যুবক শামীমকে। র্যাব আরও জানায়, কারবারি শামীম চল্লিশ হাজার টাকার বিনিময়ে হোরোইনের চালানটি বগুড়া থেকে বকশিগঞ্জে পৌঁছে দেওয়ার কাজ করছিল। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। শামীমকে রাতেই শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ ময়মনসিংহ এর অপারেশনস্ অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, অপরাধ ও মাদক দমনে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।