মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাইভেট শিক্ষকের বেত্রাঘাতে এক স্কুলছাত্র আহত হওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই স্কুলছাত্র ভবেরচর কলেজ রোড এলাকার রেজাউল করিমের ছেলে মোনাজিত (১১) এবং সে রওজাতুল আতফাল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। গেল রোববার বিকালে উপজেলার ভবেরচর গ্রামের প্রাইভেট শিক্ষক ফয়সাল মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।শিক্ষকের অতিরিক্ত বেত্রাঘাতের কারণে গুরুতর আহত ওই শিক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে ভবেরচর কলেজ রোড এলাকায় নিজ বাসায় রয়েছে। স্কুলছাত্রের দাদা আক্তার হোসেন বলেন, আমার নাতি হোমওয়ার্ক না করায় শিক্ষক ফয়সাল তাকে বেতের লাঠি দিয়ে নির্মমভাবে মারধর করে। যা সহ্য করার মতো নয়। নাতি'কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্কুল ছাত্র বাবা টেক্সটাইল ইঞ্জিনিয়ার একটি কোম্পানিতে জব করে তার মা গজারিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ বিষয়ে স্কুলের শিক্ষক ফয়সাল বলেন বিষয়টি আমরা ফয়সালা করে নিয়েছি তিনি আর কোন কথা বলতে চাননা তাকে স্থানীয় সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছে তিনি তড়িঘড়ি করে ক্লাসে চলে যায়।