বর্তমানে পত্র-পত্রিকা বা গনমাধ্যমে প্রতিনিয়ত প্রকাশ পাঁচ্ছে হূদয়বিদারক সব ধর্ষণ সংবাদ। ধর্ষণ যেন থামছেই না। কোনোটা শহরে, কোনোটা বন্দরে, কোনোটা গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে, আবার কোনোটা লোকালয়ে আকাশচুম্বী অট্টালিকায়। অবোধ শিশু, নাবালিকা, সাবালিকা, কিশোরী, তরুণী, গৃহবধূ, গৃহপরিচারিকা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, উপজাতি, বিদেশিনী, বোবা কিংবা প্রতিবন্ধী কেউ বাদ নেই। পার্থক্য নেই কোনো বয়সের। সব নারীই এখন ধর্ষকদের টার্গেট। দেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চে পরিণত হয়েছে। অনেকেই পারিবারিক সামাজিক লোকলজ্জার ভয়ে আইনের আশ্রয় নিতেও দ্বিধান্বিত হয়। তারপরও যেসব ঘটনা প্রকাশিত হচ্ছে, তাতেই আমরা শিউরে উঠছি। আমাদের দেশে সংঘটিত অপ্রকাশ্যে থেকে যাওয়া অনেক ধর্ষণের ঘটনা আমরা জানতে পারি না, সে-গুলো পরিসংখ্যানের বাইরে থেকে যায়। গত আট মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৯৩ কন্যাশিশু। এ ছাড়া ১০১ কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছে। এর মধ্যে একক ধর্ষণের শিকার ৩২২ কন্যাশিশু, গণধর্ষণের শিকার হয় ৭২ কন্যাশিশু ও প্রতিবন্ধী কন্যাশিশু রয়েছে ৩৯ জন। এ ছাড়া প্রেমের অভিনব ফাঁদে ফেলে ৭০ কন্যাশিশুকে ধর্ষণ করা হয়েছে। তার সঙ্গে ধর্ষণের শিকার প্রাপ্তবয়স্কাদের সংখ্যাটা যোগ করলে তা হবে একটি বিশাল সংখ্যা। আধুনিক যুগে এসেও নারীদের নিরাপত্তা নেই। আমরা এমন এক সমাজে বাস করছি, যেখানে নারীরা নিজেদের আর নিরাপদ ভাবতে পারছে না। তবে দেশে উদ্বেগজনকভাবে ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে যেসব কারণ আছে, তার মধ্যে মূল্যবোধের অবক্ষয় ও শাসনের অভাব এবং দায়মুক্তি বা বিচারহীনতার সংস্কৃতির বিস্তার বিশেষভাবে উল্লেখযোগ্য। ধর্ষণ-গণধর্ষণের সকল ঘটনার দ্রুত বিচার ও কঠোর শাস্তি হতে হবে। ত্বরিত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এ ধরনের অপরাধ কমবে না। আমাদের সমাজটাকে পুরোপুরি ধর্ষণপ্রতিরোধী করে তোলতে হবে। যদিও সে-টা খুব সহজ কাজ নয়। তাই প্রথমেই সমাজের চলিতকর্মের প্রতিটি স্তরে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করে নারীপুরুয়ের সর্বপ্রকার বৈষম্য দূর করতে হবে। ধর্ষকদের জিরো টলারেন্সের আওতায় আনতে হবে। তা না করতে পারলে নারীরা ধর্ষিত হতেই থাকবেন। আর এর জন্য প্রয়োজন আইন আদালতের মাধ্যমে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। একই সঙ্গে সে ধারাবাহিকতা বিরতিহীনভাবে চলমান রাখা। অপরাধ তদন্তে ও অপরাধীদের বিচারাধীন করায় পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলা। এবং সামাজিকভাবেই ধর্ষকদের প্রতিরোধ করতে হবে। সরকার এ ব্যাপারে শক্ত অবস্থান নিলে আশা করা যায় এমন অপরাধের মাত্রা কমবে।