সরকারের নানামুখী পদক্ষেপের পরেও বাজারে সংকট কাটছে না। বাড়তি দামেই বিক্রি হচ্ছে প্রায় সব নিত্যপণ্য। ডিম, আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার একপর্যায়ে দাম নির্ধারণ করে দেয়। সেই দাম কার্যকর করতে অভিযান চালায় ভোক্তা অধিকার। জরিমানাও করা হয় ব্যবসায়ীদের। এতেও কাজ না হওয়ায় দেয়া হয় আমদানির অনুমতি। সরকারের এসব কোন পদক্ষেপই কাজে আসছে না। কোন কিছুর তোয়াক্কা না করেই আগের দামেই এসব পণ্য বিক্রি করে চলেছে ব্যবসায়ীরা। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৬৫ টাকায়। আর প্রতি হালি বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ফলে একটি ডিমের দাম পড়ছে ১৩ টাকা ৭৫ পয়সা। অথচ বাণিজ্য মন্ত্রণালয় ডিমের দাম বেঁধে দিয়েছিল সর্বোচ্চ ১২ টাকা। একইভাবে বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, যেখানে বাণিজ্য মন্ত্রণালয় এর দাম বেঁধে দিয়েছিল ৩৫-৩৬ টাকা। ফলে নির্ধারিত দামের চেয়ে কেজিতে ১৪/১৫ টাকা বেশি বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি পেঁয়াজের দাম সরকার ৬৪/৬৫ টাকা বেঁধে দিলেও বাজারে এর চেয়ে ১৫ থেকে ২৫ টাকা বাড়িয়ে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ পার হলেও সরকারের বেঁধে দেয়া ডিম-আলু-পেঁয়াজের দাম খুচরা থেকে পাইকারি পর্যন্ত কোথাও কার্যকর হয়নি। নির্ধারিত দামে বিক্রি নিশ্চিতে ভোক্তা অধিকার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের জরিমানা করলেও বাজারে তার প্রভাব পড়েনি। এ ছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য মৌসুমী সবজি। অতিরিক্ত দাম দিয়ে পণ্য কিনতে হিমশিম খেতে হচ্ছে জনসাধারনের। দাম বেড়ে যাওয়ায় চাহিদা থাকা সত্বেও দরিদ্র লোকদের স্বল্প পরিমাণে কিনতে হচ্ছে। তাই স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকারের উচিত এখনই এ বিষয়ে ব্যবস্থা নেয়া।’ বিশেষ করে উপজেলা সব হাটবাজারগুলোতে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া। সিন্ডিকেটের এ থাবা থেকে বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রন করতে হবে। বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা গেলে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা সম্ভব হবে। বাজারে বিরাজমান অস্থিরতা দূর করতে হলে সঠিকভাবে আইন প্রয়োগ করতে হবে। অভিযান পরিচালনার পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বাজারে ন্যায্য ব্যবসার পরিবেশ তৈরি করতে হবে। বাজার তদারকিতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি ভোক্তা অধিকার সংগঠন ও আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি বাড়াতে হবে। বাণিজ্য, খাদ্যসহ অন্য মন্ত্রণালয়গুলোর নীতিনির্ধারণে ব্যবসায়ীনির্ভর একচেটিয়া রীতি রদ করে ভোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।