এসো মিলি রক্তের বাঁধনে এ স্লোগানকে ধারণ করে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আয়োজনে শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামে ইউএনও পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউএনও পার্কে এসে শেষ হয়।
এরপর বিকেল ৪ টায় ইউএনও পার্কে আলোচনা সভা মুরু হয়। সভা শেষে কেক কাঁটার মাধ্যমে চতুর্থ বর্ষপূর্তি পালন এবং গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিক্রমপুর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক কেএম সবুজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ। বিক্রমপুর রক্তদান সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হাসান ও শিক্ষা বিষয়ক সম্পাদক কেয়া চাকলাদারের যৌথ সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের প্রকৌশলী মো. গোলাম মাওলা, রশুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, সংগঠক হুমায়ুন কবির সাগর, রশুনিয়া ইউপি ওয়ার্ড সদস্য জয়ন্ত ঘোষ, বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মনোয়ার হোসেন মনু।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন লতব্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান নুর, ইছাপুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি সুখন চৌধুরী, বিক্রমপুর রক্তদান সংস্থার সহ-সভাপতি শুভ কুন্ডু,বায়েজিদ খানসহ ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের ৪৫ টি সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।