বরগুনার বামনা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জী সভাপতি, হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ও রামনা শের-ই বাংলা সমবায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.রিয়াজ খানকে সিনিয়র সহ-সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়েছে।
শনিবার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি নূরুল হক খানের সভাপতিত্বে সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু, সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সভাপতি সুনীল বরণ হালদার।
এ সময় বক্তব্য দেন, বরিশাল আঞ্চলিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.আবুল কালাম, বামনা থানার অফিসার ইনচার্জ মো.মাইনুল ইসলাম, বামনা উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, রামনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জমাদার, সহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।