কিশোরগঞ্জের বাজিতপুর কলেজ সংলগ্ন অডিটরিয়ামে শনিবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকও সমমান শিক্ষার মানোন্নয়ন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর- নিকলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: আফজাল হোসেন বলেন, গত ১৫ বছরে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়নের জন্য শিক্ষকদের সমন্ময়ে শিক্ষার্থীদের যাহাতে ডিজিটাল ল্যাবের মাধ্যমে সঠিক কারিগরি শিক্ষা ও স্মার্ট সিস্টেমে ভালো শিক্ষা দেওয়া যায়, সেদিকে সরকার নজর রাখছেন। তিনি বলেন, বাজিতপুর নিকলীতে সব শিক্ষা প্রতিষ্ঠানে সরকারের মাধ্যমে গত ১৫ বছরে প্রতিটি প্রতিষ্ঠানে ল্যাব স্থাপন করেছেন বলে উল্লেখ করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামীম হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক-মেয়র আনোয়ার হোসেন আশরাফ, বাজিতপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শামীম হোসেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো: মনিরুজ্জামান।