বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দিনভর পবিত্র ঈদণ্ডই-মিলাদুন্নবী(সাঃ) উদ্যাপন উপলক্ষে কিরাত, হামদ/নাত, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়াহান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আজমল হোসেন মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার এমএ খালেক খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আবদুর রহিম ফরাজী। এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল হাই, রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের সিনিয়র শিক্ষক উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, সোনালি মসজিদের সাবেক ইমাম মাওলানা আব্দুল্লাহ আল বাকী, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, শিক্ষক নেতা মিজানুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের সচিব মোঃ আবদুর রাজ্জাক ফরাজী। পরে অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম মাওলানা গোলাম মোস্তফা।
এ উপলক্ষ্যে উপজেলা মসজিদে মাগরিব বাদ থেকে রাত ১১টা পর্যন্ত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম শামীম মহা মানব প্রিয় নবী হযরত মোহাম্মদ (সঃ) এর জীবনী তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন।