বরগুনার পাথরঘাটায় পরিবেশ সুরক্ষা এবং দুর্যোগ থেকে মুক্তি লাভের জন্য সড়কের পাশে ১০ হাজার তালের বীজ রোপন কার্যক্রম শুরু করেছে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা ঢাকা মহাসড়কের সরকারি হাজী জালাল উদ্দিন মহিলা কলেজ সংলগ্ন তালের বীজ রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বীজ রোপন উদ্বোধন করেন ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের সভাপতি ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আবদুল করিম। এ সময় উপস্থিত ছিলেন সরকারি হাজি জালাল উদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ স্বপন কুমার পাল, কামাল উদ্দিন আহমেদ, অ্যাডভেকেট মনোজ কুমার কীর্ত্তনীয়া, জাকির হোসেন, বেলাল খান, কবি হাফিজুর রহমান প্রমুখ। সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও পাথরঘাটা উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ জাকির হোসেন জানান, এর আগে গত দুই বছরে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রিশ হাজার তালের বিজ রোপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবছরও দশ হাজার তালের বীজ বপনের কাজ শুরু হয়েছে। এ ছাড়াও পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীবদের পোষাক, অসুস্থদের চিকিৎসা প্রদাণে সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে।