কিশোরগঞ্জের বাজিতপুর পৌর শহরের ঐতিহাসিক বাশমহল প্রাঙ্গনে বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জশনেজৌলুশ আহলে সুন্নাতুল জামাতের আহ্বায়ক আলহাজ¦ রফিকুল ইসলাম গোলাপের সভাপতিত্বে সুন্নাতুল জামাত-মহানবী (সা:) এর জন্ম দিবস উপলক্ষ্যে পুরো উপজেলায় আনন্দ মিছিল শেষে সকাল সাড়ে ১১ টায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আহলে সুন্নাতুল জামাতের সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম গোলাপ, মাওলানা মোঃ মিজবাহ উদ্দিন, যুব পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক, আহলে সুন্নাতুল জামাতের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুল ইসলাম শাহীন, সৈয়দ মোঃ মহসিন মাইজ ভান্ডারী প্রমুখ।