চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৫ শত কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, মঙ্গলবার দিবাগত রাত
আনুমানিক ১টা ১৫ মিনিটের কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মোঃ ফজলুল হক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরের কয়লাঘাট ডাকাতিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় চিংড়ি মাছের একটি চালান প্রত্যক্ষ করে আনুমানিক ৩ হাজার ৫০০কেজি অবৈধ জেলি যুক্ত চিংড়ী জব্দ করা হয়।
জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ওই অভিযানে উপস্থিতি ছিলেন চাঁদপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।
তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।