টানা বর্ষণে ও উজানের ঢলে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। গত দুদিনে নদীগর্ভে বিলীন হয়েছে শতাধিক বিঘা জমিসহ ১০টি বসতভিটা। হুমকিতে রয়েছে কমিউনিটি ক্লিনিক, বন্যা আশ্রয় কেন্দ্র, মাধ্যমিক বিদ্যালয়, ভূমি অফিসসহ বসতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। চরাঞ্চলসহ নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ করায় বন্যার আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন। তিস্তার ভাঙনে নীলফামারি কুড়িগ্রাম ও রংপুর এসব জেলায় বিভিন্ন স্থানে বিলীন হয়েছে বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের ফলে গৃহহীন মানুষ খোলা আকাশের নিচে, রাস্তায়, বাঁধে ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিচ্ছে। নদী ভাঙন রোধে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে বার বার বাঁধ নির্মাণের আশ্বাস দেয়া হলেও এখন পর্যন্ত কাজের কাজ কিছুই দেখা যায়নি। এমনকি পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। তবে স্থায়ী গাইড বাঁধ নির্মাণের দাবী এলাকাবাসীর। এ ছাড়া চরাঞ্চলে তিল ও পাটসহ নানা ধরণের ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। এতে চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলবাসী। ইতোমধ্যে অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে তো সকলেই বাড়িঘর জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে যাবে। গত কয়েক সপ্তাহ ধরে তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে হবে। নয়তো মানুষের বসতবাড়িসহ বিলীন হয়ে যাবে সরকারি বেসরকারি সব স্থাপনা। এ অবস্থায় সরকারের উচিত নদী ভাঙন বন্ধে কাজ করা ও অভাবি মানুষগুলোর পাশে থেকে সাহায্য সহযোগীতা করা। পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করতে হবে। এবং সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসা প্রয়োজন। আমরা প্রত্যাশা করব দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ ক্ষেত্রে যথাযথ ভূমিকা গ্রহণ করবে। সেই সঙ্গে ত্রাণ কার্যক্রমে সামর্থ্যবান সবার অংশগ্রহণও একান্তভাবে কাম্য।