রাজধানীর ফুটপাত আর পথচারীদের নেই। সব ফুটপাত হকারদের দখলে। ফুটপাতজুড়ে বিচিত্র বাণিজ্য চলে। কেবল দোকানপাটই নয়, কোথাও কোথাও রিকশা ভ্যান মোটরসাইকেল এমনকি প্রাইভেট কারও রাখা হয় ফুটপাতে। ভোগান্তির শিকার হতে হয় পথচারীদের। দুর্ঘটনা এড়াতে এবং পথচারীদের পারাপারে সুবিধার জন্য এগুলো স্থাপন করা হলেও এখন তা হকারদের দখলে। ফুট ওভারব্রিজের দুই পাশে হকারদের দোকান থাকায় পথচারীদের চলাচলের পথ হয়েছে সরু। এতে নিরাপদে রাস্তা পারাপারে সমস্যায় পড়েন পথচারীরা। হাঁটার নিরাপদ ও অনুকূল পরিবেশ না থাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে পথচারীদের সংখ্যাই বেশি। অপর্যাপ্ত ও হাঁটার অনুপযোগী ফুটপাথ এবং রাস্তা পারাপারের তেমন কোনো ব্যবস্থা না থাকায় পথচারীদের আগ্রহ থাকার পরও তারা হাঁটতে পারছেন না। পথচারীদের হাঁটার পরিবেশ না থাকায় বাধ্য হয়ে তাদের মূল রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফুটপাতগুলো হকাররা দখল করে ব্যবসা করলেও এর নেপথ্যে আছে শক্তিশালী সিন্ডিকেট। প্রতিদিনই চলছে মোটা অঙ্কের চাঁদাবাজি। কোন এক অদৃশ্য শক্তির কারণে তাদের এ আধিপত্য। যে কারণে বারবার উচ্ছেদ করার পরও দখলমুক্ত করা যাচ্ছে না ফুটপাথগুলো। ফুটপাতের যেটুকু ফাঁকা আছে, সেখানেও অনেক সময় উঠে পড়ে মোটরসাইকেল। কোথাও অবৈধ স্থাপনা, বিভিন্ন মালামাল রাখায় বিড়ম্বনায় পড়েন পথচারীরা। ভুক্তভোগীরা জানান, ফুটপাতের প্রতিটি দোকান থেকে বিভিন্ন অংকের মাসোহারা দিতে হয় প্রভাবশালীদের। এরাই মূলত ফুটপাতে হকারদের বসার সুযোগ করে দেয়। পুলিশকেও টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। রাজধানীর যানবাহন চলাচলে ও ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হলে সড়কগুলো দখল মুক্ত করার কোনো বিকল্প নেই। সেজন্য সবাইকে তৎপর হতে হবে। রাস্তার মোড়গুলোতে গাড়ি যেন আটকা না পড়ে সে ব্যবস্থা ও ফুটপাতজুড়ে বিচিত্র বাণিজ্য চলতে না পারে তার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। সড়ক ও ফুটপাতগুলো পরিষ্কার রাখতে হবে। সরকারের কাছে অনুরোধ করব যেন সড়ক ও মহাসড়কগুলোর এক ইঞ্চি জায়গাও দখল হতে না পারে সে ব্যবস্থা করা। আমরা ঢাকা মহানগরে পরিচ্ছন্ন দখলমুক্ত হাঁটার উপযোগী ফুটপাত চাই। হকারমুক্ত ফুটপাত গড়তে হলে দরকার সঠিক পরিকল্পনা ও আইনের প্রয়োগ। শুধু হকারদের উচ্ছেদ করলেই এ সমস্যার সমাধান হবে না; হকারদের পুনর্বাসনের জন্য নতুন মার্কেট করে দিতে হবে। এর ফলে তারা স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। হকারদের সমস্যার সমাধান না করে ফুটপাত দখলমুক্ত করা সম্ভব নয়।