নীলফামারীর সৈয়দপুরে পানি প্রবাহের পথ বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। ২৭ সেপ্টেম্বর শহরের দহলা ব্রীজ নামক স্থানে দুই ঘন্টাব্যপি ওই মানববন্ধন পালন করা হয়। এ সময় শতাধিক যানবাহন সড়কে আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে হাসপাতালের রোগি, বিমান যাত্রী, সাধারণ মানুষ এবং সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক সাবু,ব্যবসায়ি রবিউল ইসলাম রবি,তামিম রহমান,মিজানুর রহমান মিজান, টগরসহ অনেকে। তারা বলেন, যত্রতত্র পুকুর খনন,প্ল্যান ও নকশা ছাড়াই বাড়ী নির্মাণ করায় পানি প্রবাহের পথ বন্ধ হয়ে যায়। ফলে বর্ষায় পানি বন্ধী হয়ে পড়ে কুন্দলসহ দুইটি গ্রাম। পানি তাদের বসবাসের ঘরে প্রবেশ করেছে। দুই দিন পেরিয়ে গেলেও পানি প্রবাহের পথ বন্ধ থাকায় তাদের বাসা বাড়ীর পানি নেমে যেতে না পাড়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর ফলে ওই সকল মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।
এ সময় সৈয়দপুর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল ইসলাম সেখানে গিয়ে ৭ দিনের সময় নিয়ে সমস্যার সমাধান করবেন এমন প্রতিশ্রুতি দিলে তারা মানববন্ধন শেষ করেন।
তবে এলাকাবাসীর পক্ষে মোনায়েম হক বলেন পুকুর পাড় বাঁধার কারণে পানি নিস্কাশন পথ বন্ধ হয়ে যায়। আর এখানেই সমস্যায় পড়ে গ্রামবাসি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন,বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।