ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিষের চালা গ্রাম থেকে ১০০লিটার চোলাই মদসহ বলাইচন্দ্র বর্মন (৪৮) ভবেশচন্দ্র বর্মন (৩৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ।
বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়। উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মহিষের চালা ১নং আসামীর বাড়ির সামনে থেকে এস আই হানিফ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
থানার ওসি শাহীনুরজ্জামান খান বলেন, বলাইচন্দ্র বর্মন, ভবেশচন্দ্র বর্মন (৩৭) নামে দুই ব্যক্তিকে দেশিয় তৈরি ১০০ লিটার চোলাই মদ বিক্রিয় ও সেবন করার অপরাধে গ্রেপ্তার করা হয়েছে।