মানবিক কারণে বাংলাদেশ কয়েক লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, রোহিঙ্গারা সারা দেশে ছড়িয়ে পড়ছে। রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য ক্রমেই এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। কক্সবাজার ছেড়ে তারা এখন সারা দেশে ছড়িয়ে পড়ছে। অনেকে অবৈধ পথে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহেরও চেষ্টা করছে। এর উদাহরণও এরইমধ্যে পাওয়া গেছে। দেশে জন্ম নিবন্ধন এখন অতি গুরুত্বপূর্ণ। ১৮টি ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বাধ্যতামূলক। নিবন্ধন প্রক্রিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। গুরুত্ব অনেক বিধায় গ্রাম এলাকা পর্যন্ত জন্ম নিবন্ধনের প্রতি মানুষের আগ্রহ আগের তুলনায় অনেকটাই বেড়েছে। নিবন্ধন প্রক্রিয়া ইউনিয়ন পরিষদে সম্পন্ন হচ্ছে। আর এই সুযাগটিই নিচ্ছে কেউ কেউ। অভিযোগ রয়েছে, অনেক ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত। সম্প্রতি কিশোরগঞ্জের নিকলীর চার ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে (ইউডিসি) এক হাজার ৫০১টি অবৈধ জন্ম নিবন্ধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ইউনিয়ন পরিষদের ইউডিসির একজন নারীসহ পাঁচ উদ্যোক্তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা হয়েছে। একই ধরনের ঘটনার খবর পাওয়া যাচ্ছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে। ওই ইউনিয়ন পরিষদে ১৫৩টি ভুয়া নিবন্ধনের প্রমাণ পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। ইউপি চেয়ারম্যান এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, কয়েক দিন আগে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে একজন রোহিঙ্গা নারী পাসপোর্ট করতে গিয়ে কর্তৃপক্ষের হাতে আটক হন। জাতীয় পরিচয়পত্র না থাকায় জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে যান তিনি। যে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে গিয়েছিলেন সেটি রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়ন কার্যালয় থেকে গত ৯ সেপ্টেম্বর নিবন্ধিত হয়েছিল। ভুয়া জন্ম নিবন্ধন সনদ জাতীয় নিরাপত্তার জন্যই হুমকি হতে যাচ্ছে। রোহিঙ্গারা নিয়েছে বা নিচ্ছে কিংবা যেকোনো উপায়ে তাদের ভুয়া সনদ দেওয়া হচ্ছে, এটা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি বলে আমরা মনে করি। এ ধরনের প্রক্রিয়ার সঙ্গে কারা জড়িত, দেশের অন্য কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটছে কি না, তা খতিয়ে দেখা দরকার।