টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রসাশক মো: কায়ছারুল ইসলাম সাথে দেলদুয়ারে বেলা ১১ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও বেলা দের টায় প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সুধি সমাজ, ইমাম, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, সহ বিভিন্ন পেশার মানুষের সাথে মত বিনিময় সভা অুনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসনের আযয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক টাঙ্গাইল মো. কায়ছারুল ইসলাম, এ সময় তিনি বলেন, আমি যখন বিপদে পড়েছি প্রশাসনিক জটিলতায় পডরেছি, তখন আমি সবার আগে আমার সাথে যে বীর মুক্তিযোদ্ধাদের একটা নীবিড় যোগাযোগ থাকতো তাদেরকে জিজ্ঞেস করেছি এবং আমি আসলে অনেক বেশি উপকৃত হয়েছি এবং এই যে মুক্তিযোদ্ধাদের পরমর্শ নিয়ে বা আমার খুব ক্লোজ প্রশাসনিক বিষযয়েও তাদের পরামর্শ নিয়ে চলতে গিয়ে দেখেছি অনেক জটিলতা ওঁরা নিজের ছেলেকে যেমন পরামর্শ দিতেন আমাকে ছেলের সমজ্ঞান করে পরামর্শ যেটা দিয়েছেন আমার সমস্যাটি মিটেছে। সেই থেকে আমি আমার গতিপথ আসলে ঠিক করে নিয়েছি, কতদিন প্রশাসনে কাজ করবো জানিনা ,আমি আপনাদের কাছে থাকতে চাই। অনেকে বলেন আমি বাবা-মাকে কাছে রেখেছি এটি আসলে ভুল কথা। আমরা বাবা-মায়ের কাছে থাকি। আমাদের সৌভাগ্য আমাদের বাবা- মা আমাদের কাছে আছেন। বীর মুক্তিযোদ্ধারা আমাদের পীতৃতুল্য। পীতৃতুল্য বিভিন্ন কারণেই, আমাদের যে স্প্রীড ধারণ করে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলি বীরমুক্তিযোদ্ধারা আসলে আমাদের সেই পথ পদর্শক। এ সময় আরও বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেযারম্যান মাহমুদুল হাসান মারুফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী সাদিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এহসানুল হক সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের বাবলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুজ্জামান খান।