দীর্ঘ এক যুগ পরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নীলফামারীর জলঢাকা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সন্ধায় জলঢাকা প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মাহাদী হাসান মানিকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত করা হয়। পরে সকল সদস্যদের সম্মতিতে ক্লাবের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা কে উপদেষ্টা, সদ্য সাবেক সাধারন সম্পাদক এস এ টিভির জেলা ও দৈনিক করতোয়া জলঢাকা প্রতিনিধিঃ আলহাজ¦ মাহবুবার রহমান মনি কে আহ্বায়ক ও দৈনিক ইনকিলাবের জলঢাকা প্রতিনিধিঃ শরিফুল ইসলাম প্রিন্স কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে যুগ্ম আহ্বায়ক করা হয়, সাংবাদিক সফিকুল ইসলাম সফি, আবেদ আলী, আসাদুজ্জামান স্টালিন, মর্তুজা ইসলাম, মাহাদী হাসান মানিক, মনিরুজ্জামান লেবু, ছানোয়ার হোসেন বাদশা কে এবং সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, হাসানুর কাবির মেহেদী, মাইদুল হাসান, হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, ইত্তেফাক সংবাদদাতাঃ ও এফএনএস প্রতিনিধিঃ তাইজুল ইসলাম কে কার্যকারী সদস্য করা হয়। এদিকে নব গঠিত নতুন আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য গঠন করা হয় এবং এই মেয়াদের মধ্যে আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের নতুন গঠনতন্ত্র তৈরী করে নির্বাচনের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করবে। পরে নতুন আহ্বায়ক কমিটি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় জলঢাকা প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।