প্রতিবছর ২৫ শে সেপ্টেম্বর বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে ফার্মেসি পেশায় যারা কর্মরত আছেন তাদেরকে উৎসাহ প্রদান এবং এই পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা, তাদের গুরুত্ব সমাজের সামনে তুলে ধরা, তাদের সম্পর্কে সঠিক ধারণা সবার মধ্যে ছড়িয়ে দেয়া। এজন্যই মূলত ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রথম পালনের উদ্যোগ নেয় আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনস (এফ আই পি), একটি আন্তর্জাতিক সংগঠন যারা ফার্মেসীর সঙ্গে যুক্ত শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, গবেষক, বিজ্ঞানীদের নিয়ে কাজ করে। পৃথিবী জুড়ে প্রায় ১৪০ টি সংগঠন এবং প্রায় ৪ মিলিয়ন ফার্মেসী সংযুক্ত মানুষ এর সঙ্গে যুক্ত। ১৯১২ সালের ২৫ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশন প্রতিষ্ঠিত হয় এবং প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছিল। এই কারণে মূলত ২৫ সেপ্টেম্বরকে ফার্মাসিস্ট দিবস হিসেবে প্রস্তাব করা হয়। স্বাস্থ্যসেবার মূল বিষয় দরোগ-ওষুধতত্ত্ব’, অর্থাৎ রোগ হলে ওষুধ গ্রহণ করতে হবে। এখন পর্যন্ত অধিকাংশ রোগেরই প্রতিকার হিসেবে কোনো না কোনো ওষুধ গ্রহণ করতে হয়। প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত ওষুধ গ্রহণ করার প্রক্রিয়ায় এসেছে নানান পরিবর্তন। তাই ওষুধ খাওয়ার সঠিক উপায় ও সময় জানা অপরিহার্য। কিছু ওষুধ খাওয়ার পরে ভরা পেটে ভাল কাজ করে, অন্যরা খালি পেটে ভাল কাজ করে। সঠিক ওষুধের কার্যকারিতার জন্য অবশ্যই ওষুধ গ্রহণের উপযুক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে। অন্যথায়, ওষুধটি সঠিকভাবে কাজ করবে না। আবার দেখা যায় ওষুধের অনিরাপদ, অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলেই দেখা দিচ্ছে ‘অ্যান্টিবায়োটিক রেজিস্টান্ট’র মতো কিছু মারাত্মক জটিলতা। এমতাবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল, ক্লিনিক অর্থাৎ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার সাথে জড়িত প্রতিটি ক্ষেত্রেই উচিত ’হসপিটাল ফার্মাসিস্ট’ চালু করা। এতে একদিকে যেমন ফার্মাসিস্টরা তাদের যোগ্য সম্মান পাবেন, তেমনি ভাবে মানুষের ভিতর সচেতনতার সৃষ্টি হবে। দেশে ক্রমেই বৃদ্ধি পাঁচ্ছে ওষুধশিল্পের প্রসার। এক প্রতিবেদনে দেখা যায় বিশ্বের অনুন্নত ৪৮ দেশের মধ্যে ওষুধ উৎপাদনে শীর্ষে বাংলাদেশ। দেশে রয়েছে ২৫৭ কোম্পানির ২৪ হাজার ব্র্যান্ডের ওষুধ। বছরে ২৫ হাজার কোটি টাকার ওষুধ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে উন্নত দেশের কাতারে। সঙ্গে আমাদের স্বাস্থ্য সেবা খাতকেও এগিয়ে যেতে হবে সমান তালে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো সমন্বিত স্বাস্থ্যসেবা আমাদের দেশে অপরিহার্য হয়ে পড়েছে। আর সেখানে সরাসরি ফার্মাসিস্টদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি।