কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছেনা রাজধানীবাসী। মাত্র কয়েক ঘন্টা টানা ভারি বৃষ্টি বর্ষণেই তলিয়ে যাচ্ছে প্রধান সড়ক থেকে শুরু করে সমস্ত অলি-গলি। এতে যেন ভোগান্তীর শেষ নেই মানুষের। গত কয়েকদিনের বৃষ্টিতে বিশেষ করে একটানা ছয় ঘন্টা বৃষ্টির কারণে জলবদ্ধতা চরমে রূপ নেয় রাজধানী ঢাকায়। রাজধানীর নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, কুয়েত মৈত্রী হল, ফজিলাতুন নেছা মুজিব হল, শাহনেওয়াজ হল, ঢাকা কলেজসহ বহু এলাকা হাঁটুপানিতে ডুবে থাকায় চরম ভোগান্তিতে পড়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা। হাঁটু পরিমাণ জলাবদ্ধতা থাকায় নিউমার্কেট ও নিউ সুপার মার্কেট বন্ধ রাখা হয়। সেখানে দোকানে পানি ঢুকে যাওয়ায় অনেককে দোকান থেকে মালামাল সরিয়ে নিতে হয় ব্যবসায়ীদের। মগবাজার, তেজগাঁও, বিজয়নগর, রোকেয়া সরণির তালতলা থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত এলাকায় বৃষ্টির পানি জমে গেছে। এ ছাড়া শেওড়াপাড়া, কাজীপাড়ার আবাসিক এলাকার নিচু অলিগলিতে পানি জমে গেছে। ফার্মগেট কলমিলতা বাজার পানিতে ডুবে যাওয়ার উপক্রম। কারওয়ান বাজারের সড়কেও পানি জমে গেছে। এ ছাড়া অন্যান্য এলাকার সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে যানবাহন চলাচল কম ছিল। কোথাও কোথাও পানিতে আটকে ছিল যানবাহন। বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি নিষ্কাশনে বিলম্ব হচ্ছে। এ ছাড়া বৃষ্টির কারণে রাজধানীর মানুষের চলাচলে বিঘœ ঘটছে। এ ছাড়া পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশন সূত্র বলছে, গত এক যুগে জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে তিন হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। ঢাকা ওয়াসার কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর ঢাকার দুই সিটি করপোরেশন তিন অর্থবছরে ব্যয় করেছে অন্তত ৭০০ কোটি টাকা। চলতি অর্থবছরেও দুই সিটি কর্পোরেশনের ২০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা আছে। ঢাকা দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্র বলছে, যে স্থানে পানি জমে জলাবদ্ধতা হয়, সেখানেই পানি সরাতে প্রকল্প নেওয়া হয়। এভাবে গত তিন বছরে পানি জমে থাকে, এমন ১৩৬টি স্থানকে চিহ্নিত করা হয়। সেসব স্থানে নর্দমাসহ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এখন পর্যন্ত ১০৩টি স্থানে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এ কাজে সংস্থাটির ব্যয় হয়েছে ২২৫ কোটি টাকা। রাজধানীর ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা রয়েছে। ঢাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নেই। অনেক ড্রেন ভরাট হয়ে গেছে। ফলে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারছে না। জলাবদ্ধতা নিরসন করতে হলে পানি নিষ্কাশনের কোনা বিকল্প নেই। তাই দ্রুত ঢাকার বিভিন্ন পয়েন্টে ড্রেনেজ ব্যবস্থাগুলো খুঁজে বের করতে হবে সংশ্লীষ্টদের।