চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগের মধ্যে ঘটে রক্তক্ষয়ী সংঘর্ষ। কখনও আধিপত্য বিস্তার, কখনও পূর্ণাঙ্গ কমিটির দাবির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগ। এর ফলে বিতর্কিত কর্মকা-ের জন্য বারবার গণমাধ্যমে খারাপ খবরের শিরোনাম হচ্ছে ছাত্রলীগের এই শাখাটি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছাত্রলীগের দুই পক্ষ বহুবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। ২০১৪ সালের সংঘর্ষে একজন কর্মী মারা যান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি। বরং পান থেকে চুন খসা মাত্রই ছাত্রলীগের উপ-গ্রুপগুলো সংঘর্ষে জড়ালেও নির্বিকার থাকে প্রশাসন। এসব ঘটনায় ব্যবস্থা নেয়া তো দূরের কথা অধিকাংশ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করা হয় না। যেকোনো অঘটন ঘটার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করছি, ব্যবস্থা নিচ্ছি- বলে প্রকৃত অপরাধীদের আড়াল করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিবাদের মূলে চট্টগ্রামের আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতা। যাদের প্রভাবে, ছাত্রত্ব চলে যাওয়ার পরও ছাত্রলীগের অনেক নেতা-কর্মী হলে থেকে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে যাচ্ছে এবং শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির কারণেই বার বার সংঘর্ষ হচ্ছে। এতে সাংগঠনিক কোনো ব্যবস্থা হচ্ছে না। বাড়ছে হতাশা-ক্ষোভ। এসব ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও সেটা থেকে ফলপ্রসূ কোনো সমাধান আসেনি। অনেক সময় দেখা যায় এসব ঘটনায় বহিষ্কার করলেও মানবিক আবেদনে সেটি মওকুফ হয়ে যাচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা করা। যারা শান্তি বিঘিœত করে আসছে এবং একের পর এক সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, প্রশাসন তাদের বিষয়ে উদাসীন থাকতে পারেন না। তাই তদন্ত করলেই হবে না, সন্ত্রাসী তৎপরতার জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কেননা- ক্যাম্পাসে নিয়মিত যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে এটা পুনরায় আর হতো না। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করছি, এসব ঘটনায় যেন দৃশ্যমান শাস্তিযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ চাই। চাই সব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার।নইলে এমন ঘটনা শুধু বারবার ঘটবেই না আরো ভয়ানক ও হিং¯্র আকারে ঘটবে।