গজারিয়া উপজেলায় দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ অর্থ জরিমান। সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় বেসরকারি ডায়গনোস্টিক সেন্টার এবং হাসপাতালসমূহ বিধি বিধান অনুসারে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়ক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভিন্ন ভিন্ন মাত্রার নিয়ম ভঙ্গ করায় ভবেরচর জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫০০০/( পাঁচ হাজার) টাকা এবং মিয়াজি টি এইচ হাসপাতালকে ৩০০০০/( ত্রিশ হাজার) টাকা অর্থদ- প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমাইয়া ইয়াকুব, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহফুজ, স্যানেটারি ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব ফারহানা খান। গজারিয়া থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন। গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা বলেন এ ধরনের অভিযান এখন থেকে মাঝেমধ্যে পরিচালনা করা হবে।