পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেরার বাংলাবান্ধা স্থলবন্দর রুট দিয়ে ফের নতুন ভিসা ইস্যূ বন্ধ করছে ভারত। ভ্রমণ পিপাষু পর্যটকরা হতাশ। সাধারণ পর্যটকরা নতুন ভিসা ফাইল জমা গ্রহণ সহ চালুর দাবীতে সরকারে কটুনেতিক হস্তক্ষেপ দাবী করেছে। জানা যায় দেশের সর্ব উত্তরের সীমান্ত বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের সেভেন সিস্টার রাজ্যের প্রবেশ দ্বার ফুলবাড়ি ইমিগ্রেশন রুট দিয়ে ভারতে প্রবেশের জন্য বাংলাদেশী আগ্রহী ভিসা প্রাপ্তিদের জন্য ভারতীয় দূতাবাসের ভিসা অফিস ঠাকুরগাঁও, রংপুর মাহিগঞ্জ, রাজশাহী সহ অন্যান্য ভিসা অফিসে আবেদন জমা করেও নতুন ভিসা পাচ্ছে না। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাসিন্দা সহ পঞ্চগড় জেলার বাসিন্দারা ভারতীয় ভিসার আবেদনে বাংলাবান্ধা-ফুলবাড়ি রুট চেয়ে থাকেন। কিন্তু বাংলাবান্ধা স্থলবন্ধর ছাড়া অন্যান্য স্থলবন্দর দিয়ে নতুন ভিসা ইস্যূ করছে ভারতীয় হাইকমিশন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কোনো ঘোষণা ও কারণ উল্লেখ না করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশনে যাবার নতুন ভিসা অনুমতি না দেওয়ায় পর্যটক, ছাত্র-ছাত্রী, ভারতে চিকিৎসা গ্রহণকারী রোগী, আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়েছেন। কারণ বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোষ্ট পার হলেই মাত্র ২০-২৫ কিলোমিটার দূরে ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম শহর শিলিগুড়ি। এ ছাড়া শৈলশহর শিলিগুড়ি থেকে সিকিম,দাজিলিংসহ বিভিন্ন পর্যটন স্পটসহ নেপাল ও ভূটান যোগাযোগ বেশ সহজ। অন্য যে কোনো স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোট দিয়ে এসব এলাকায় যাতায়াত ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এজন্য বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন বৈধভাবে ভারত ভ্রমণকারীদের কাছে জনপ্রিয়। পোর্ট ব্যবসায়ীদের সূত্র মতে, বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন চালু থাকলে বুড়িমারী স্থলবন্দরে যাত্রী ও ব্যবসা বাণিজ্যের প্রভাব পড়ে। এ ছাড়া সম্প্রতি দিনাজপুর জেলার বিরল এবং ভারতের রাধিকাপুর সীমান্ত দিয়ে একটি স্থলবন্দর ও ইমিগ্রেশন চালুর কথা রয়েছে। যে কারণে এরুট দিয়ে ভিসা চালু আবার নতুন ভিসা ফাইল জমা না নেয়ার ঘটনা ঘটে। অতিসম্প্রতি বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোষ্ট ঘুরে দেখা গেছে, বাংলাদেশ ও ভারতে মধ্যে যাতায়াতকারী নতুন যাত্রী নেই। উভয় দেশের মধ্যে আমদানি-রপ্তানি কর্যক্রম স্বাভাবিক থাকলেও বন্দরের ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে মানুষ যাতায়াত খুব কমছিল। বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশ সূত্রটি জানায় স্বাভাবিক সময় এই চেকপোষ্ট দিয়ে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ ভ্রমণকারী যাতায়াত করতেন। বর্তমানে ইস্যূ বন্ধ রাখায় শুধুমাত্র পূর্বের ভিসাধারী যাত্রীরা ভারতে যাতায়াত করছেন। এ ছাড়া অন্যান্য স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশকারী বাংলাদেশীরা যাত্রীরা ফুলবাড়ি চেকপোস্ট দিয়ে আসতে পারছেন। এরআগে রুটটি দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর গত ২২ ফেব্রুয়ারী ২০২৩ ভারতের পশ্চিমবঙ্গ স্পেশাল সুপারিনটেনডেন্ট অব পুলিশ(টি), ইনটিলিজেন্স ব্রাঞ্চ কর্তৃক স্বাক্ষরিত পত্রে ২৫ ফেব্রুয়ারি/২০২৩ খ্রিঃ থেকে নতুন ভিসায় আবেদনকারী যাত্রীরা রুট ব্যবহারের অনুমতি প্রদান করেছিল। ওই অনুমতির পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রায় ৫ মাস নতুন ভিসা কার্যক্রম চালু ছিল। কিন্তু গত ২৩ আগস্ট কোন কারণ ছাড়া ভারতের হাইকমিশন অনিদিষ্ট কালের জন্য নতুন ভিসা ইস্যূর ফাইল সার্ভার আবারও বন্ধ করেছে। ফলে ভারত ভ্রমণকারী যাতীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে। পঞ্চগড় চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি মেহেদি হাসান খান বাবলা বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন দেশের অপার সম্ভাবনাময় চতূর্দেশীয় ব্যবসায়িক কেন্দ্র। বাংলাবান্ধা স্থলবন্দরের পুর্ণাঙ্গ কার্যক্রম ও ইমিগ্রেশন চালু হলে পঞ্চগড় জেলার অর্থনীতির বিল্পবের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে অগ্রগতি লাভ করবে। কিন্তু ইমিগ্রেশন কার্যক্রম ও নতুন ভিসা প্রাপ্তির জটিলতায় পোর্টের কার্যক্রম অনেকটা থমকে যাবে। তাই লেন্ডপোর্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, চেম্বার অব কর্মার্সের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভারতীয় হাই-কমিশনের নিকট বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন রুটটি চালুর বিষয়ে কটুনৈতিক যোগাযোগ খুব জরুরী দরকার। বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান- বর্তমানে পূর্বের ভিসা গ্রহণকারী যাত্রীরা এই রুট দিয়ে ভারতে যাতায়াত করছে। এ ছাড়া ভারতে অন্যান্য বন্দর দিয়ে প্রবেশকারী যাত্রীদের মধ্যে যারা এই রুটটি দিয়ে আসার আবেদন করেছে তারাই আসছে। এ ছাড়া নতুনভাবে ভিসা ইস্যূ বন্ধ থাকায় যাত্রী-পারাপার চাপ কমে গেছে। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর রুটি বন্ধ থাকায় আমদানী-রপ্তানিকারক ব্যবসায়ী, ছাত্র-ছাত্রী, অসুস্থ রোগী সহ ভ্রমনকারীরা খুবই অসুবিধায় পড়েছেন। আমি পঞ্চগড় জেলা প্রশাসক মহোদয়কে এবিষয়টি জানিয়েছি তিনি সরকারের উধ্বর্তন কর্তৃপক্ষের সংগে আলোচনা করবেন। সাধারণ পর্যটকরা এ ব্যাপারে সরকারের কটুনৈতিক প্ররচেষ্টায় বাংলাবান্ধা স্থলবন্দর ও ইমিগ্রেশন দিয়ে নতুন ভিসা প্রাপ্তির বিষয়টি চালুর দাবী জানিয়েছে।