পাবনার সুজানগরে অত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত তিন মাসের ব্যবধানে উপজেলায় অন্তত ৩০জন নারী-পুরুষ আত্মহত্যা করেছে। সুজানগর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত জুলাই, আগস্ট এবং চলতি সেপ্টেম্বর মাসে উপজেলার বগাজানি, ভায়না, কুড়িপাড়া, চিনাখড়া, চরদুলাই, সুজানগর হাসপাতালপাড়া, কাচুরী, বোনকোলা, চরসুজানগর, উদয়পুর, চরদুলাই, মানিকদীর, তারাবাড়ীয়া, সাতবাড়ীয়া এবং মসজিদপাড়াসহ বিভিন্ন গ্রামে অন্তত ৩০জন নারী-পুরুষ গলায় ফাঁস ও বিষপানে আত্মহত্যা করেছে। এ ছাড়া কমপক্ষে ১৫জন আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এসব আত্মহননকারীদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। এদের মধ্যে কেউ দাম্পত্য জীবনে অশান্তি, যৌতুক নিয়ে স্বামীর সাথে বিরোধ, বাল্য বিয়ে, পরকীয়া এবং প্রেমে ব্যর্থ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। অবশ্য এদের মধ্যে দু’একজন মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেও আত্মহত্যা করেছে বলে সুজানগর থানা পুলিশ জানায়। এসব আত্মহত্যার ঘটনায় থানায় পৃথক পৃথকভাবে ইউ,ডি মামলা হয়েছে।