ময়মনসিংহে সাত দিনব্যাপি বিভাগীয় বই মেলা শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গনে এই বিভাগীয় বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় এই মেলার আয়োজন করেন বিভাগীয় প্রশাসন। বিভাগীয় কমিশনার উন্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলায় বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি সাজ্জাদুর রহমান, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় বাংলা একাডেমীসহ ১০ টি সরকারি প্রকাশনা প্রতিষ্ঠান ও ৫১টি বেসরকারি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা।