মুন্সীগঞ্জের সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়ে ৪ জন আহত হয়েছে। ৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছে, একজন ভর্তি রয়েছে। আহতরা হলেন মালখানগন ইউনিয়নের গোড়াপীপাড়া গ্রামের মো. টিপু হাওলাদার (৫২), সুজন হাওলাদার (২৬), আবু কালাম হাওলাদার (৪০), ওমর হাওলাদার (৪০)। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে মো. টিপু হালদার বাদি হয়ে বিরোধী পক্ষের মো. মনির হালদারসহ ৬ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার দুপুর একটা দিকে মালখানগর ইউনিয়ন পরিষদের বাহিরে এ হামলার ঘটনা ঘটে। থানার অভিযোগ সূত্রে জানা যায়,মো. টিপু হাওলাদারের সাথে মো. মনির হাওলাদারদের জমি সংক্রান্ত বিরোধ ও আদালতে মামলা চলে আসছে। কোর্টের নির্দেশে মালখানগর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ নিয়ে মিমাংসায় বসে দুই পক্ষ। সালিশে দুইজন সাক্ষী না থাকায় মিমাংসার জন্য পরবর্তী সময় নির্ধারন করা হয়। এই অবস্থায় সবাই পরিষদ থেকে বের হয়ে যাওয়ার সময় মো. মনির হাওলাদাররা খারাপ ভাষায় গালিগালাজ করে ঝগড়ায় সৃষ্টি করে। পরে সেখানে থাকা উপস্থিত লোকজন মো. টিপু হাওলাদারসহ তার লোকজনকে সরিয়ে দেয়। দুই পক্ষের লোকজন চলে গেলে টিপু হাওলাদার পরিষদ সংলগ্ন মহিউদ্দিনের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মো. মনির হাওলাদার ও সাথে থাকা মো. জলিল হাওলাদার, মো. মুরাদ হাওলাদার, মো. ফয়সাল, মো. সিয়াম, মো. তানু হাওলাদার, মো.শাহআলীসহ অজ্ঞাতনামা ৬-৭ জনলোক লোহার রড, কাঠের ডাসা নিয়ে টিপু হাওলাদারের উপর অতর্কিত হামলা করে শরীরে বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। পরে টিপু হাওলাদারের পকেটে থাকা ৭হাজার টাকাও নিয়ে যায়। এ সময় টিপু হাওলাদারের ডাক চিৎকারে তার ভাতিজা সুজন হাওলাদার (২৬), চাচাতো ভাই আবু কালাম হাওলাদার (৪০) ওমর হাওলাদার (৪০) তাকে বাঁচানোর জন্য গেলে তাদের কেও মারধর করে শরীরে নিলা ফুলা জখম করে এবং সুজনের পকেটে থাকা ১ লক্ষ ২০হাজার টাকা ও ৬ আনা স্বর্ণের চেইন নিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। ভুক্তভোগী টিপু হাওলাদার বলেন,জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলার কারণে তারা আমাদের বিভিন্ন সময় হুমকি-ধামকি,গালিগালাজসহ ভয় ভীতি দেখিয়ে আসছিলো ও আমাদের রেকর্ডিয় জায়গা চাষাবাদ করা সেই জমি জোরে দখল করতে চায়। বৃহস্পতিবার পরিষদে মীমাংসার জন্য বসার কথা ছিল। সেখানে দুইজন সাক্ষী না থাকায় সালিশ তারিখ পিছিয়ে দেওয়া হয়। এ সময় তারা রাগে ক্ষোভে আমাদের উপরে অতর্কিত হামলা করে আহত করে। আমরা এ ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের শাস্তির দাবি করছি সিরাজদিখান থানার ওসি মুজাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।