আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশা করেছেন ফরিদপুর পৌরসভার মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে ফরিদপুর পৌরসভা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশা করেন এবং আনুষ্ঠানিকভাবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,দীর্ঘ ৫৭ বছর ধরে আমি রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের রাজনীতি আমার রক্তে প্রবাহিত। তিনবার ফরিদপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি। জনগণের সাথে রয়েছি দীর্ঘদিন। পৌর মেয়র মাজেদ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের দরবারে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন,বিগত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলাতে ব্যাপক উন্নয়ন করেছে। বর্তমান সরকারের কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বের অন্যান্য দেশে অনুকরণীয়। এই ধারা অব্যাহত রেখে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন এবং বলেন আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র বলেন,জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে পাবনা-৩ আসনে নৌকার মাঝি হিসেবে পাঠাবেন, আমরা সকল ভেদাভেদ ভুলে তাকেই নির্বাচিত করবো। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশা করে বলেন, ইতোপূর্বে তিন বার দলের কাছে মনোনয়ন চেয়ে আবেদন করেছিলাম। এবারও আমি মনোনয়ন চাইবো।