দুর্নীতি হচ্ছে দেশ ও জাতির জন্য ক্যান্সারের মতো। ক্যান্সার যেমন মানবদেহের সব অঙ্গ-প্রত্যঙ্গ আস্তে আস্তে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি দুর্নীতিও একটি জাতির সব সম্ভাবনা তিলে তিলে ধ্বংস করে দেয়। এমন কোনো প্রতিষ্ঠান খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি নেই। কোথাও কোনো কাজ হয় না ঘুষ না দিলে। প্রশ্নপত্র ফাঁস, পুলিশ ও র্যাবের কর্মকা-, ভূমি অফিসের কাজ ইত্যাদি ক্ষেত্রে সাধারণভাবে তাকালেই বোঝা যায়, দেশের কী অবস্থা। দুর্নীতি বেড়েছে না কমেছে। যেখানে মন্ত্রী-এমপিরা বড় গলায় বলেন, আইনের হাত অনেক লম্বা, দশ হাত পানির নিচ থেকেও অপরাধীকে ধরা হবে। অথচ অনেক মন্ত্রী-এমপি-আমলা নিজেরাই বড় দুর্নীতিবাজ। তাঁরা নিজেরা তো দুর্নীতি করেনই, টাকার জন্য বড় বড় দুর্নীতিবাজদের ছেড়েও দিচ্ছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশে দুর্নীতি বেড়েই চলছে। রাষ্ট্রীয় কাজে নিয়োজিত ব্যক্তিরা দুর্নীতির কারণে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে। তাই আন্তরিকতা থাকার পরও দুর্নীতি দমন করা যাচ্ছে না। বিশ্ববাসীর কাছে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হওয়ার চেয়ে অগৌরবের আর কিছু হতে পারে না। তার জন্য দেশের বাইরে অর্থ পাঁচার ও চোরাচালান বন্ধ করতে হবে, সংসদকে কার্যকর করতে হবে, প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতে হবে, দেশের সুশীল সমাজ ও গণমাধ্যমকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে, দুদোককে সত্যিকার অর্থে স্বাধীন ও কার্যকর করতে হবে, বিচার বিভাগের সততা ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে, দেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে কথিত এক লাখ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করতে হবে, কারণ এই টাকার মালিক দেশের জনগণ। সরকারের দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর হওয়া দরকার। কারণ সরকারি পর্যায়েই দুর্নীতি বেশি, আর সরকার যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা সেই প্রক্রিয়ার মধ্যেই ঘুরপাক খাব। তাই দুর্নীতি বন্ধ করতে হলে সরকারকে দলীয় লোকজনকে নিয়ন্ত্রণ করতে হবে। রাজনীতিবিদদের নিজেদের স্বার্থের কথা ভাবলে চলবে না, মানুষের কথা ভাবতে হবে। আর সবচেয়ে বড় বিষয়, যারা এখন পর্যন্ত দুর্নীতির দায়ে ধরা পড়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সরকারকে প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে হবে। দুর্নীতি বন্ধ করতে না পারলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই মানুষের মাঝে নৈতিকতা বোধ ও সততাবোধ সৃষ্টি করতে হবে। তাহলেই এ দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।