তেঁতুলিয়া উপজেলা সদরের বিদ্যূৎ গ্রাহকদের মিটার ও কিলোওয়াট লোডের টাকা জমা দিতে হয় ২০ কিলোমিটার দূরে জনতা ব্যাংক শাখায় বাংলাবান্ধা জিরোপয়েন্ট।
জানা যায় তেঁতুলিয়া উপজেলা আবাসিক প্রকৌশলী, বিদ্যূৎ সরবরাহ, নেসকো লিমিটেড এর অধীন বিদ্যূৎ গ্রাহক সংখ্যা প্রায় ১৯ হাজার। বিদ্যূৎ সরবরাহ নেসকো লিমিটেড কতৃক গ্রাহকদের পূর্বের সংযোগকৃত মিটারে কিলোওয়াট বাড়ানোর জন্য বিলের কাগজ সরবরাহকারীদের মাধ্যমে গ্রাহকদের মৌখিক নোটিশ করেছে। বিদ্যূৎ গ্রাহকরা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সংযোগকৃত মিটারে কিলোওয়াট লোড না বাড়ান তাহলে বিলের সংগে বাড়তি ডিমান্ট চার্জ ও ভ্যাট যুক্ত করে বিল প্রদান করা হচ্ছে। কিন্তু এই কিলোওয়াট লোডের টাকা নেসকো লিমিটেড এর ব্যাংক হিসাবে তেঁতুলিয়া সদরের সোনালী ব্যাংক লিমিটেড ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জমা দিতে পারছে না। ফলে তেঁতুলিয়া উপজেলা সদরের এই বিপুল সংখ্যাক বিদ্যূৎ গ্রাহকদের কাজকর্ম ছেড়ে প্রায় ২০-৩০ কিলোমিটার দূরে বাংলাবান্ধা জিরোপয়েন্ট জনতা ব্যাংক শাখায় জমা দিতে হচ্ছে। উপজেলা সদরের বাহিরে এতদূরে জনতা ব্যাংকটির শাখা হওয়ায় গ্রাহকদের সময় সাপেক্ষ ও আর্থিক ভোগান্তির শিকার হচ্ছে। গ্রাহকদের অভিযোগ, বর্তমান সরকার ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য জনসাধারণের সেবা সহজীকরণের জন্য গ্রামে-গঞ্জে ইন্টারনেট সেবা ও অনলাইন ভিত্তিক ব্যবসা কার্যক্রম চালু করছে। তখন বিদ্যূৎ অফিসের এই সেবা গ্রহণের জন্য এখনো গ্রাহকের অবস্থান ভেদে ২০-৩০ কিলোমিটার দূরে যেতে হবে এটা দুঃখজনক। সাধারণ বিদ্যূৎ গ্রাহকদের দাবী নেসকো লিমিটেড কর্তৃপক্ষ তেঁতুলিয়া সদরে সোনালি ব্যাংক লিমিটেড ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় জমা দানের ব্যবস্থা করলে সময় ও অর্থ কম ব্যয় হত।
সাধারণ বিদ্যূৎ গ্রাহক ও গাড়ির ড্রাইভার শাকি বলেন, আমার একটি মিটারের লোড বাড়ানোর টাকা জমা দিতে সারাদিন চলে যাবে। এক্ষেত্রে সময় ও আর্থিক প্রস্তুতির ব্যাপার সহ নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
রণচন্ডি গ্রামের বিদ্যূৎ গ্রাহক রইছ উদ্দিন বলেন, একটি মিনি রহিছ উদ্দীন বলেন, একটি মিল চালানোর জন্য বিদ্যূৎ লোড প্রয়োজন হয় ৩ কিলোওয়াট। কিন্তু বাড়ি ও সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ১ কিলোওয়াট লোডের স্থলে ২-৩ কিলোওয়াট লোড বাড়ানোর চাপ অযৌক্তিক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল বলেন, আমাকে বিভিন্ন ইউনিয়নের লোকজন ফোন করে টাকা জমাদানের ব্যাংকের দূরত্বের কথা বলছে। এজন্য গ্রাহকরা তেঁতুলিয়া সদরের সোনালি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জমা দানের ব্যবস্থার দাবী জানান।
এব্যাপারে তেঁতুলিয়া বিদ্যূৎ সরবরাহ অফিস, নেসকো লিমিটেড এর আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা বলেন, তেঁতুলিয়া উপজেলা সদরে জনতা ব্যাংকের কোন শাখা না থাকায় গ্রাহকদের টাকা জমা দিতে বাংলাবান্ধা জিরোপয়েন্ট যেতে হচ্ছে। তবে স্থানীয়
জনপ্রতিনিধিরা জনতা ব্যাংকের উধ্বর্তন কর্তৃপক্ষের সংগে কথা বলে তেঁতুলিয়া সদরে একটি সাব শাখা চালুর ব্যবস্থার দাবী জানাতে পারে। এক্ষেত্রে আমাদের করার কিছু নাই।
উপজেলা পরিষদ চেয়াম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু), সাধারণ বিদ্যূৎ গ্রাহকদের সুবিধার্থে জনতা ব্যাংকের একটি শাখা তেঁতুলিয়া সদরে স্থাপনের করা কিংবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে জমা দানের ব্যবস্থা করার জন্য জন্য নেসকো লিমিটেড কর্তৃপক্ষের সংগে বিষয়টি আলোচনা করে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে।