ঢাকায় প্রায়শই বিভিন্ন বিল্ডিংয়ে নানা দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা মোকাবেলায় দেশে ভূমিকম্প সহনশীলতা প্রকল্পের আওতায় ৪২টি সরকারি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। দুর্যোগ মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সরকারি ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠানের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ওপর ভূমিকম্প সহনশীলতা প্রকল্প (আরবান রেজিলিয়েন্স)-এর আওতায় ২ হাজার ৭০৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ২০৭টি হাসপাতাল, ৩৬টি থানা ও ৩০৪টি অন্যান্য ভবনের জরিপ চালানো হয়। ওসব ভবনের মধ্যে ৫৭৯টির প্রিলিমিনারি ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (পিইএ) করা হয়। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ১৮৭টি ভবনকে ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করে সেগুলো মজবুত (রেক্টিফাই) করতে প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়। চিঠিতে নির্দেশ দেয়া হয়েছিল, এক সপ্তাহের মধ্যে খালি ও তিন মাসের মধ্যে ভেঙে ফেলতে হবে। কিন্তু সেসব ভবন এখনো ব্যবহার হচ্ছে। সাত মাস আগে রাজউক বলেছিল, মালিকরা নিজ উদ্যোগে এই ভবন আগামী তিন মাসের মধ্যে না ভাঙলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এসব ভবন ভেঙে দেবে। সেক্ষেত্রে মালিক পক্ষের কাছ থেকে খরচ আদায় করা হবে। কিন্তু সাত মাস পেরিয়ে গেল সেসব ভবন এখনো ভাঙা হচ্ছে না। বরং অনেকেই তাদের ভবন ঝুঁকিপূর্ণ নয় বলে দাবি করছে। যে ৪২টি সরকার ভবন ভেঙে ফেলতে (রাজউক) নির্দেশ দিয়েছে, তার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন ভবন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন, মাদ্রাসা বোর্ডের এক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিষয়ে দুই দফা চিঠি দিয়েও কাজ হয়নি। চরম ঝুঁকি নিয়েই হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের কাজ প্রতিনিয়ত চলছে। সতর্ক করার পরও টনক নড়ছে না প্রতিষ্ঠান প্রধানদের। তাই কয়েক দিনের ভেতর তৃতীয় দফা চিঠি দিয়ে এসব ভাঙার কথা জানিয়ে দেয়া হবে। না ভাঙলে রাজউকেরই ব্যবস্থা নিতে হবে। নয়তো যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই এগুলোর সংশোধন ও নতুন করে তৈরি করা দরকার। কেননা এসব ভবন দিনে দিনে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এসব ভবনের অধিকাংশই জীর্ণ। তাই এ ব্যাপারে খোদ সরকার প্রধানের তরফ থেকে নির্দেশ আসা উচিত। যেন অতি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ বিল্ডিং কোড মেনে ভবন তৈরি করা হয়। ভূমিকম্পসহ সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কাজ করতে হবে।