জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে সরকারের উন্নয়নের বার্তা পৌঁছে দিতে ময়মনসিংহে ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক সচিব কবির বিন আনোয়ার। মহানগর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে জেলা সভাপতি এহতেশামুল আলম, মহানগর সভাপতি ইকরামুল হক টিটু উপস্থিত ছিলেন। রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীর ব্যাপারে কবির বিন আনোয়ার বলেন, দেশকে ১২টি ভাগে ভাগ করে প্রশিক্ষন পরিচালনা করা হবে। সারা দেশের অফলাইন ক্যাম্পেইেনে সাংগঠনিক সহযোগী হিসেবে বিভিন্ন জেলার দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ছাত্রলীগ নেতাদের। এবারের জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার অদ্যবাদিত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা নিয়ে প্রতিজন ভোটারের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে আওয়ামীলীগ। এই উদ্যোগের আওতায় একটি সুশৃংখল ক্যাম্পেইন টিমের মাধ্যমে ঘরে ঘরে গিয়ে প্রতিজন ভোটারের কাছে ভোট চাওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিকে ধ্বংসাত্মক রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে কবির বিন আনোয়ার বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করা সহজ নয়। তাছাড়াও রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচীতে দলের পক্ষে অনলাইন-অফলাইনে ব্যাপক প্রচারণা চালাবে প্রশিক্ষিত তরুণ-তরুণীরা। কবির বিন আনোয়ার আরো বলেন, দ্রুতই দ্রব্যমুল্য সহনীয় পর্যায়ে চলে আসবে, সরকারের পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে।