কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও বাজারের দোকানে লুটপাটের ঘটনার এক সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ মামলা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমির আলী জানান, গত ১২ সেপ্টেম্বর রাতে চিহ্নিত প্রভাবশালীরা তার কসমেটিকের দোকান থেকে কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। পরদিন (১৩ সেপ্টেম্বর) তিনি কটিয়াদী থানায় নয়জনের নাম উল্লেখ করে এজাহার দায়েরের পর ভাট্টা হাওর তদন্ত ফাঁড়ির ইন্সপেক্টর আনিসুল হক ওইদিন রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পান। এরপর ১৪ সেপ্টেম্বর তার মুক্তিযোদ্ধা চাচা মো: আবু হানিফকে নিয়ে কটিয়াদী থানার ওসির কাছে মালামাল উদ্ধারের দাবি জানান। কিন্তু ১৫ সেপ্টেম্বরও পুলিশ আইনগত ব্যবস্থা না নেওয়ায় তাঁরা জেলার পুলিশ সুপারের সাথে দেখা করেন। পরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে ক্ষতিগ্রস্তরা মালামাল উদ্ধারের অনুরোধ জানান। এরপর পুলিশ সুপারের নির্দেশে ওসির নেতৃত্বে ১৬ সেপ্টেম্বর বিকালে ‘করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালিয়ে তার দোকানের ২৪ বস্তা মালামাল উদ্ধার করেন। আমির আলীর দাবি, পুলিশ তার দোকানের ১৫ লাখ টাকা মালামাল উদ্ধারের পর জব্দ করলেও মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত মামলা নেয়নি। করগাঁও বাজার কমিটির সভাপতি শাহীদুর রহমান বাবুল জানান, পুলিশ আমিরের দোকানের মালমাল জব্দ করলেও আইনগত ব্যবস্থা না নেওয়ায় বাজারে আতঙ্কে আছে। বীর মুক্তিযোদ্ধা মো: আবু হানিফ বলেন, এলাকার সবাই জানে কে বা কারা আমিরের দোকান লুট করেছে। এসপি স্যারের নির্দেশে ওসি সাহেব নিজেই একটি প্রতিষ্ঠান থেকে সেসব মালামাল জব্দ করেছেন। কিন্তু অজ্ঞাত কারণে বাদীর লিখিত এজাহার গ্রহণে গড়িমসি করছেন। কটিয়াদী থানার ওসি এস. এম. শাহাদাত হোসেনের সরকারি মোবাইল ফোনে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বারবার ফোন করা হলেও তিনি ফোন না ধনরায় তার বক্তব্য পাওয়া যায়নি।