ফরিদপুরের নগরকান্দায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। কর্ম সুচীর মধ্যে ছিল আলোচনা সভা, র্যালি, উন্নয়ন মেলা।
মঙ্গলবার বেলা ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা প্রকৌশলী মোশারফ হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, ইউ পি চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক গন উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরকান্দা উপজেলা সদরের প্রধান প্রধাস সড়ক প্রদক্ষিণ করে।