জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার এর উদ্বোধন অনুষ্ঠান রোববার বিকাল ৩টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণ চন্দ্র চন্দ এমপি। ফুলতলা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি মোহাম্মদ আবদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সহকারী প্রোগ্রামার রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, ইউপি চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য বিলকিস আক্তার ধারা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু ,মোল্যা হেদায়েত হোসেন লিটু, ইউপি সদস্য সাদিয়া ইসলাম নয়ন, ডালিয়া পারভীন, লিপি খাতুন, মোঃ শামীম সরদার, সাইফুল ইসলাম, আঃ সাত্তার মামুন প্রমুখ।