"সেবা ও উন্নতরি দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার" এই প্রতপিাদ্যকে সামনে রেখে মযমনসিংহের গফরগাঁওয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী র্কমর্কতা (দ্বায়িত্ব প্রাপ্ত) ফাতেমা জাহান। প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, গফরগাঁও থানার ওসি ফারুক আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, মাহাবুবুল আলম, তারিকুল ইসলাম রিয়েল, মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন প্রমুখ।