নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার সন্ধায় তাদেরকে আটক করে রাতেই মাদক মামলা রুজু করা হয়। শনিবার আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। আটককৃতরা হলো উপজেলার মিরাট দক্ষিনপাড়া গ্রামের জাবেদ মোল্লার ছেলে সানাউল্লাহ মোল্লা (২৮) এবং একই গ্রাামের গোপাল চন্দ্রের ছেলে কিশোর কুমার (২৬)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে শুক্রবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মিরাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটককৃতদের তল্লাশী করে একজনের নিকট থেকে ৪০গ্রাম এবং আরেকজনের নিকট থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে রাতেই মাদক মামলা রুজু করে শনিবার আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।