বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ¦ মরহুম আবদুল হামিদ, সাধারণ সম্পাদক আবদুল মান্নান ও ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবির আত্মার মাগফিরাত কামনায় খানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ১৫ সেপ্টেম্বর শুক্রবার বিকালে শালফা গজারিয়া রোড এলাকায় শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান তবির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।
ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম হিরু, সদস্য সচিব মো. পিয়ার হোসেন, বর্তমান সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, আবদুল মোমিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাউছার কলিংস, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদল নেতা শাহাদৎ হোসেন প্রমূখ। শোকসভা শেষে উল্লিখিত ৩ বিএনপি নেতাসহ সকল মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।