আপনার সন্তানকে কখনোই সন্ধ্যার পরে বাহিরে থাকতে দিবেন না। সন্ধ্যার পরে বাসায় থাকলে পড়াশোনা করতে পারবে। সুশিক্ষা গ্রহণ করে নিজেকে সুনাগরিক হিসেবে তৈরি করতে পারবে। আর যদি সন্ধ্যার পরে অযথা বাইরে থাকে তাহলে আপনার ছেলে নষ্ট হলে আপনার সবকিছুই নষ্ট হয়ে যাবে। আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের শরণখোলায় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধিবৃন্দ সাংবাদিকবৃন্দর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন। তিনি আরও বলেন, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ সকলকে এগিয়ে আসতে হবে। একে অপরের সহযোগিতা করলে সমাজ থেকে মাদক প্রতিরোধ করা সম্ভব হবে। সবাই মিলেমিশে কাজ করলে দেশের উন্নয়ন করা সহজ হবে।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম। জাইকা কর্মকর্তা রিয়াজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন, শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ নুরুল আলম ফকির, স্বাস্থ্য কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস, কৃষি কর্মকর্তা সৌমিত্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, রায়েন্দা রাজৈর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল জলিল আনোয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্না মিয়া, প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান স্বপন, রায়েন্দা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল, ইউপি সদস্য তপু বিশ্বাস প্রমূখ। সভায় বক্তারা শরণখোলার বিভিন্ন উন্নয়ন ও মাদক, চুরিসহ বিভিন্ন সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।