বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ খাল সহ বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল দুপুর ১২টায় নলধা-মৌভোগ খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাসসহ অন্যান্যরা। এ সময় রুই, কাতলা, মৃগেল, কই, শিং, মাগুর চিতল, বাইন, টেংড়া, শোল, ভেটকী ও খলিশা মাছের পোনা অবমুক্ত করা হয়।