বগুড়ার সারিয়াকান্দিতে দেশব্যাপী একযোগে ডেঙ্গু সচেতনা মুলক প্রচারনার অংশ হিসেবে এখানেও এক বিশেষ র্যালি। রেলির অগ্রভাগে ছিলেন উপজেলার মুক্তিযোদ্ধারা।
স্হানীয় ওয়ালটন শোরুমের সুএে জানা গেছে, সোমবার সকালে ডেঙ্গু রোগের সচেতনামুলক র্যালি বের করা হয়। রেলিটি পৌর একাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিটি সারিয়াকান্দি বাঙ্গালি ব্রিজের পূর্ব পাশে থেকে শুরু হয়ে আবার শো-রুমে এসে শেষ হয়। র্যালিতে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস, আবদুর করিম, আবদুল রউফ, মোঃ মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আবারুল ইসলাম সাজু, ইউপি সদস্য শামসুজ্জোহা সহ ওয়ালটন শো-রুমের সকল কর্মীগণ ও এই সময় উপস্থিত ছিলেন। ম্যানেজার মোঃ আমির আলী বলেন রেলিটি উপজেলার ডেঙ্গু রোগ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবে।