আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্যান দলের পাশাপাশি বি এন পি থেকে বগুড়া ১ আসনে সম্ভ্যাব প্রার্থী হিসেবে কাজ করছেন অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম। তিনি সারিয়াকান্দি কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ ছাড়াও তিনি সারিয়াকান্দি উপজেলা বি এন পির সাবেক সভাপতি ছিলেন। তাছাড়াও জামথল কলেজ, জামথল উচ্চ বিদ্যালয়,জামথল মাদ্রাসা, জামথল বাজার,জামতল জামে মসজিদ ও হযরত শাহজালাল বাজারের প্রতিষ্ঠাতা করছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম বি এন পির দুঃসময়ে কাজলা ইউনিয়নে বিএন পির বিভিন্ন কর্মকা- প্রচার ছাড়াও খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে আনার আন্দোলনে সারিয়াকান্দি সোনাতলা এলাকায় গন সংযোগ করছেন।তিনি উপজেলার আনাচে কানাচে ব্যানার ফেস্টুনও লাগিয়ে চলেছেন।এবং হ্যান্ড বিল লিফলেট -বিতরন করছেন সাধারণ মানুষের হাতে হাতে। অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, মনোয়ন প্রত্যাশীদের মধ্যে আমি অন্যতম। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত অবস্থায় আমি শহীদ জিয়ার বিএনপিতে যুক্ত ছিলাম, এখনো আছি। আগামীতে দল ও দেশের জন্য আরও ভালো কাজ করতে দল আমাকে অবশ্যই মনোয়ন দিবে আশাকরি।