মুন্সীগঞ্জের গজারিয়ায় দীর্ঘদিন থেকে বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গৃহবধু আহত হয়েছে। এ ঘটনায় রোববার দুপুরে গজারিয়া থানায় দুজনের নাম অন্তর্ভুক্ত করে গৃহবধু ফারজানা আক্তার মনির স্বামী মোঃ শাহ্ আলী একটি অভিযোগ দায়ের করেন। এর আগে গেল শনিবার রাত ১১টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, গেল শনিবার রাত ১১ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গৃহবধূ ফারজানা আক্তার মনি বাড়ির সাথেই টয়লেট থেকে ফেরার পথে এবাদুল্লাহ দেওয়ান পিছন থেকে গলায় ওড়না পেচিয়ে ধরেন। এ সময় ফারজানা আক্তার মনি চিৎকার চেঁচামেচি করলে এবাদুল্লাহ দেওয়ান গৃহবধূকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ বিষয়ে গৃহবধূর স্বামী শাহ্ আলী বলেন, ব্যবসার সুবাদে তিনি নারায়ণগঞ্জে থাকেন। এ সুযোগে লম্পট এবাদুল্লাহ দেওয়ান এবং জিসান দেওয়ান প্রতিনিয়ত তার স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছে। এমনকি জানালা দিযে তার স্ত্রীর ঘুমের ছবি তুলে ফেসবুক পোস্ট করছে ওই লম্পট গুলো।শুধু তাই নয় আমার স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপ করে তাকে জ¦লছে দেওয়ার হুমকিও প্রদান করে তারা। এ ঘটনায় ঘটনার আগের দিন তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি। অভিযোগের বিষয়টি জানাজানি হলে হত্যার উদ্দেশ্যে আমার স্ত্রীকে ছুরিকাঘাত করে। এ বিষয়ে গজারিয়া থানার ডিউটি অফিসার এসআই হযরত আলী জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।